অঙ্কূুর-কলি-কুসুম এর পাঠশালা

ankur kali kusum ar patsala

স্থাপিত: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ইং.

Front side school school front2 akkpedu school backside Cover
প্রধান উপদেষ্টার বাণী

আমি এবং মোঃ আলাউদ্দিন খান স্বপ্রনোদিত হয়ে যৌথ উদ্যোগে ২০১৬ সালে এলাকার কোমলমতি শিশুদের হাতে-খড়ি শিক্ষা দেওয়ার লক্ষ্যে অঙ্কূুর কলি কুসুম এর পাঠশালা প্রতিষ্ঠা করি। যেখানে সম্পূর্ণ বিনা বেতনে শিশুরা শিক্ষা লাভ এবং শিষ্টাচারিতা, নিয়মানুবর্তিতা, নৈতিকশিক্ষাসহ সকল ধারণা গড়ে তুলতে সহায়তা করে।

এখানকার সকল শিক্ষক-শিক্ষিকা নাম মাত্র বেতনে অথবা স্বেচ্ছাসেবা দিয়ে থাকে।

এলাকাবাসী সুবিধার জন্য এখানেঃ

     *. মা—দের জন্য কোরআন শিক্ষা।

     *. কিশোর-কিশোরীদের জন্য বই পড়ার আসর ও কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রতি শুক্রবার গরিব ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস ও পেশার পরিমাপ করা হয়।

প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা

শেখ মাসুদ রানা

গুরুত্বপূর্ণ কিছু কথা

আমাদের লক্ষ্যঃ — শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। ধর্মিয় নির্দেশনার আলোকে জীবন গঠন।

আমাদের উদ্দেশ্যঃ— শিক্ষা ভিতি দুর করে শিশুর মানুষিক,বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশ সাধনের মাধ্যমে শিক্ষাপৃতি সৃষ্টি করা।

শিক্ষার্থীর বয়সঃ— অঙ্কূুর=৩ বছর+,কলি=৪ বছর +,কুসুম=৫ বছর +

প্রধান শিক্ষকের বাণী

আদর্শ জীবন গড়তে শিক্ষার্থীদের হাতে খড়ির এই পাঠশালায় শাস্তি মুক্ত পরিবেশে পাঠদানের মাধ্যমে আপনার সোনামনিকে একজন আদর্শবান ব্যক্তিতে রুপান্তর করার দায়িত্ব ভার আজ হতে আমরাই গ্রহণ করলাম।

প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা

মোঃ আলাউদ্দিন খান

..

See More
সহকারী শিক্ষকের বাণী

শিক্ষা নিয়ে কোন ছাড় নয়। শিক্ষাকে সকলে জীবনের উন্নতির সোপান হিসেবে বিবেচনা করে। তাই প্রত্যেক শিক্ষা সচেতন অভিভাবক তাদের সন্তানদের শিক্ষা নিয়ে টেনশনে ভোগেন।

এজন্য তারা একটি ভাল শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ করেন যেখানে তাদের কোমলমতি শিশুদের মানসিক বিকাশে তারা আস্থা রাখতে পারেন। আমি মনে করি অঙ্কূুর-কলি-কুসুম এর পাঠশালা টি অভিভাবকদের সেই প্রত্যাশা পূরণে যথাযথভাবে সক্ষম হবে।

..

See More
সহকারী শিক্ষকের বাণী

সবার জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। শিক্ষা অর্জন সকল মানুষের মৌলিক অধিকার। এ অধিকার কে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত । 

তাই যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদের নিয়ে ভাবি  । আমাদের অঙ্কূুর-কলি-কুসুম এর পাঠশালা টি শিক্ষার্থীদেরকে যুগোপযোগী শিক্ষা প্রদান করে থাকে। পরিশেষে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আমাদের সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা যেন নৈতিক ও উন্নত জ্ঞান অর্জনের মাধ্যমে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং নিজের পরিবার , সমাজ তথা দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে পারে। সে লক্ষ্যকে সামনে রেখে অঙ্কূুর-কলি-কু..

See More
সহকারী শিক্ষকের বাণী

আসসালামু আলাইকুম,

শিক্ষাই জাতীর মেরুদন্ড । শিক্ষার কোন বয়স নাই। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক মিলে মানুষ সারা জীবনই কোন না কোন ভাবে শিক্ষা লাভ করে। শিক্ষার স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সাটিফিকেট অজন করাকে শিক্ষা বলে না, শিক্ষা হল সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দুর করে  সমাজের পরিবতনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। 

পরিশেষে বলা যায়,পরিচালক স্যারের দক্ষ পরিচালনায় এবং অঙ্কূুর-কলি-কুসুম এর পাঠশালা  এর সকল শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে শিক্ষার্থীদের সত্যিকার জ্ঞান অর্জন করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং নিজের পরিবার, সমাজ তথা দে..

See More
সহকারী শিক্ষাকের বাণী

শিক্ষাই পারে একটি জাতির ভবিষ্যৎকে বদলে দিতে। শিক্ষার কোন শেষ নেই। প্রাতিষ্ঠানিকভাবে মানুষ সারা জীবন কোন না কোন ভাবে শিক্ষা লাভ করে। একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে উৎসাহ যোগায়। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। শিক্ষায় মানুষের আচার-আচরণের পরিবর্তন নিয়ে আসে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে নিয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবর্তনে আমাদের বিদ্যালয় শিক্ষার্থীকে যোগ্য ,উপযোগী ও সক্ষম শিক্ষা প্রদান করে। পরিশেষে বলা অঙ্কূুর-কলি-কুসুম এর পাঠশালা  দক্ষ পরিচালনা  ও  সকল শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় এবং সকল অভিভাবকদের একান্ত সহযোগিতায় শিক্ষার্থীরা যেন সত্যি..

See More
অঙ্কূুর কলি কুসুম এর পাঠশালার সুবিধা সমূহঃ

১। সম্পূর্ণ অবৈতনিক ভিন্ন ধর্মী শাস্তি মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
২। প্রত্যেক শিক্ষার্থীকে পৃথক ভাবে দেকভাল করা হয়।
৩। মনোরম পরিবেশে পৃথক ভাবে বসার ব্যবস্থা।
৪। অভিভাবকদের বসার ও লাইব্রুেরী থেকে বই নিয়ে পড়ার ব্যবস্থা রয়েছে।
৫। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানে ফ্রি মেডিকেল চেকাপের ব্যবস্থা রয়েছে।
৬। শিক্ষার্থীদের ক্লাসে হাজিরা,বিভিন্ন প্রতিযোগীতার ও ভালো ফলাফলের উপহার রয়েছে। জন্য বিশেষ উপহার

৭। শিক্ষার্থীর প্রতিভা বিকাশে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ।

..

See More
অভিভাবক ও এলাকাবাসির সুবিধা সমুহঃ

১। মা—দের জন্য রয়েছে কোরআনের আলোই শুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা।

২। নিয়মিত কোরআন শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরান শরিফ ও হাজিরার উপহার রয়েছে মাসিক পুরুস্কার।

৩। ডায়াবেটিস রুগীদের রয়েছে ডায়াবেটিস,পেসার ও উচ্চতা পরিমাপ করার ব্যবস্থা।

৪। বইয়ের আসরে রয়েছে বই পড়া ও নিজের কেরিয়ার গড়ার ব্যবস্থা।

৫। বইয়ের আসরের সদস্যদের জন্য রয়েছে স্টুডেন্ট কল্যাণ ফান্ড।

৬। কম্পিউটার প্রশিক্ষণের জন্য রয়েছে জননী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

৭। ধর্মীয় শিক্ষা আমল করতে প্রতি সপ্তাহে পরিচালিত হয় মহিলাদের তালিম ।

..

See More
পাঠ্যপক্রিয়াঃ

খেলার ছলে শিখতে থাকবে পাঠশালার শিক্ষার্থীরা। কি শিখবে তা শিক্ষকদের পরিকল্পানায় ঠিক থাকবে। শিক্ষকদের এমন ভাবে চালানো হবে তাদের দেখে শিক্ষার্থীরা শিখবে। শিক্ষকদের আচরণ বন্ধু সুলভ হবে যাতে করে শিক্ষার্থীরা কিছু না বুঝলে নিরদ্বিধায় নিরভয়ে শিক্ষককে জিগেস করতে পারবে। বিশেষ ভাবে নিতী, নৈতিকতাসহ আচার—আচরণ, শিষ্টাচার সম্পর্কে শিক্ষাদান করা হবে। মুখস্ত বিদ্যায় জোর দেওয়া হবে না। ভালো আর মন্দকে পার্থক্য করে দেখানো হবে যাতে শিক্ষার্থীরা নিজ বিবেচনায় ভালোটা বেছে নিতে পারে এটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। আনন্দময় শিক্ষার মধ্যদিয়ে শিক্ষা ভিতি দুর করে শারীরিক, মানসিক, বৃদ্ধিবৃত্তিক ও সামাজিক ব..

See More
Recent Videos

অঙ্কূুর-কলি-কুসুম ...

দেওয়াল পত্রিকা

প্রাক-প্রাথমিক শ্র...

বই বিতরণ অনুষ্ঠান

Recent Events
:

অঙ্কূুর-কলি-কুসুম এর পাঠশালা

Date : 1970-01-01 | Time : 06:00:00

আমরা একসাথে ততটাই শক্তিশালী, যতটা দুর্বল আমরা একা একা।

Date : 2023-08-28 | Time : 00:00:00

;